চট্টগ্রাম: চট্টগ্রাম মা ও শিশু মেডিক্যাল কলেজের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের পেশাগত পরীক্ষা উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের ডা. রোহাজ-ডা. ফাহিম পরিষদ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) মা ও শিশু হাসপাতালে সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, উপ-পরিচালক (প্রশাসন) ডা. আশরাফুল করিম, উপ-পরিচালক মোশাররফ হোসেন, ডা. বিশ্বজিৎ দে, ডা. মোস্তফা জামাল, ডা. তানভীর, ডা. ফাহিম খান, ডা. রুহাজ, ডা. অনিক প্রমুখ।
করোনা মেকাবিলায় চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের ভূমিকার কথা তুলে ধরেন মা-শিশু ও জেনারেল হাসপাতালের কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন ১১তম ব্যাচের শিক্ষার্থী শাওন, শাহরিয়ার, নাহিদুল ইসলাম, মিনহাজুল আবেদীন, মামুন, আরিফ, সৌরভ, তানজিন ও মাঈনুদ্দিন প্রমূখ।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এমএম/টিসি