ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্যক্তি-প্রতিষ্ঠান সরকারের সহায়ক হয়ে জনগণের সেবা করছে: আ জ ম নাছির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
ব্যক্তি-প্রতিষ্ঠান সরকারের সহায়ক হয়ে জনগণের সেবা করছে: আ জ ম নাছির  খাদ্যসামগ্রী বিতরণ করেন আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনাযুদ্ধ মোকাবেলায় সরকার আর্থিক প্রণোদনা, চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণসহ নানামুখী সেবা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানও জনমানুষের দুঃখ দুর্দশা লাঘবে নানামুখী সেবা দিয়ে যাচ্ছে।

প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিম্নআয়ের অসহায়, কর্মহীন মানুষের মধ্যে খাবার বিতরণ, ত্রাণ সহায়তা, উপহার, খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবা কার্যক্রম দিয়ে যাচ্ছে। ব্যক্তি-প্রতিষ্ঠানের এগিয়ে আসা করোনাযুদ্ধ মোকাবেলায় অন্যতম নিয়ামক হয়ে উঠেছে।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দ্য চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে নিম্নআয়ের অসহায় ৬০০ মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

অনুষ্ঠানে দ্য চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের কার্যকরী পরিষদের সহ-সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, কার্যকরী পরিষদের সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার, নুরুল ইসলাম মিন্টু, রাশেদুল আমিন, নুরুল ইসলাম শাহিন, রাইসুল উদ্দিন সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।