ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

চট্টগ্রাম: কর্ণফুলী থানা এলাকায় কিশোর গ্যাং লিডার সোহেল প্রকাশ ধন্নাসহ ছয় কিশোর গ্যাং সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৫ আগস্ট) রাতে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আমিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কর্ণফুলী এলাকায় দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করলে দুর্বৃত্তরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. সোহেল প্রকাশ ধন্না (২৩), সরোয়ার হোসেন (১৯), মো. মোজাম্মেল হোসেন (২১), মো. মামুন করিম (২১), শহীদুল ইসলাম সাকিব (১৮) ও মো. রিয়াদকে (১৮) আটক করা হয়।

এ সময় আটকদের শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, তিন রাউন্ড কার্তুজ, চারটি ছুড়ি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী ও পটিয়া থানা এলাকায় যানবাহনে ডাকাতি করে আসছেন। আটক সোহেল, সারোয়ার, মামুন ও সাকিবের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল কিশোর গ্যাং লিডার সোহেল দেশীয় অস্ত্র দিয়ে নিজাম উদ্দিন মধু নামে এক যুবককে কুপিয়ে হাতের কব্জি আলাদা করে ফেলেন। এ সময় মধুকে বাঁচাতে পথচারী আবদুস শুক্কুর (৬৮) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৫৫) এগিয়ে এলে তাদেরও গুরুতর জখম করেন সোহেল।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।