ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফারাজ করিমের জন্মদিনে ১৫০ শিক্ষক পেলেন উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
ফারাজ করিমের জন্মদিনে ১৫০ শিক্ষক পেলেন উপহার ...

চট্টগ্রাম: সেন্ট্রাল বয়েজ অব রাউজানের প্রতিষ্ঠাতা, তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত ১৫০ গুণী শিক্ষককে সম্মাননা উপহার দেওয়া হয়েছে।  

পুরো রাউজানজুড়ে একযোগে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটার মাস্টারদা সূর্য সেন কমপ্লেক্সে সেন্ট্রাল বয়েজ অব রাউজান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।

 

সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, রাউজান পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলার সভাপতি মো. এরশাদ, তারেক হাসান, মো. মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, আবদুল্লাহ আল নোমান, আরফানুল ইসলাম আবির, শরীফুল ইসলাম, তামিম সিকদার সাইফ, মিজানুর রহমান মুবিন, অমিত দাশগুপ্ত, নুরুল আমিন অপু, তৌসিফ আহমেদ রাহাত, সাজ্জাদ হোসেন, আলভীন আলভী, হোসাইন মাহমুদ চিশতী, শাহেদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২৬. ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।