চট্টগ্রাম: নগরের বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে চোরাই পণ্যসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. নুর ইসলাম সুমন (৩০), মো. হারুন খন্দকার প্রকাশ সবুজ (৩০), মো. মেহেদী হাসান (২৩) ও মো. হাবিব (২০)।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুক্রবার (২৭ আগস্ট) ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বন্দর থানার পূর্ব গোসাইলডাঙ্গা এলাকার আজিজ মিয়ার গোডাউনের নিচতলা বাগদাদ ডিস্ট্রিবিউশন থেকে গত ১৯ আগস্ট থেকে রাত সাড়ে ১১টা থেকে গত ২১ আগস্ট সকাল পৌনে ৯টার মধ্যবর্তী যেকোনো সময়ে চুরির ঘটনা ঘটে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দীন বাংলানিউজকে বলেন, পূর্ব গোসাইলডাঙ্গা এলাকার আজিজ মিয়ার গোডাউনের নিচতলা বাগদাদ ডিস্ট্রিবিউশনে চুরি ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া ১টি ট্যাব, ৯টি মোবাইল সেট, চুরির কাজে ব্যবহারের ১টি গ্রিল কার্টার ও ১টি রেঞ্জ উদ্ধার করা হয়েছে। বাগদাদ ডিস্ট্রিবিউশনের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২২ঘণ্টা, ২৭ আগস্ট, ২০২১
এমআই/টিসি