ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১০৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
চট্টগ্রামে ১০৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩ প্রতীকী ছবি।

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় নগর ও ১৪ উপজেলার ১ হাজার ২৭৬টি নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৬৭ জন, বিভিন্ন উপজেলার ৪১ জন।

এদিন মারা গেছেন ৩ জন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

 

এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৮টি, বিআইটিআইডিতে ৩৭১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৬৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ৩২টি, কক্সবাজার মেডিক্যাল কলেজে ৩টি, ইমপেরিয়াল হাসপাতালে ১২০টি, শেভরনে ৩০৫টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৭টি, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৫টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৫টি, ইপিক হেলথ কেয়ারে ৮৯টি এবং ল্যাব এইডে ২টি।  

এ পর্যন্ত নগরে ৭২ হাজার ৯৫৮ এবং উপজেলায় ২৭ হাজার ৬০২ জন মিলে মোট ১ লাখ ৫৬০ জনের করোনা শনাক্ত হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে নগরে ৭০০ জন ও উপজেলায় ৫৬২ জন মিলে মোট ১ হাজার ২৬২ জন মারা গেছেন।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।