ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবি রক্ষা করতে হবে চট্টগ্রামের স্বার্থে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, সেপ্টেম্বর ১৭, ২০২১
সিআরবি রক্ষা করতে হবে চট্টগ্রামের স্বার্থে বক্তব্য দেন নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান

চট্টগ্রাম: প্রাকৃতিক দুর্যোগ, ভারী বর্ষণ উপেক্ষা করে প্রাণ-প্রকৃতি সমৃদ্ধ চট্টগ্রামের সিআরবি রক্ষায় সমবেত হয়েছিলেন চট্টগ্রামের সর্বস্তরের সচেতন নাগরিকরা। নগরের ফুসফুস খ্যাত সিআরবি রক্ষায় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সিআরবি চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মানুষের চেতনা, নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে, সিআরবিতে হাসপাতাল নির্মিত হলে পরিবেশ দূষণ ঘটবে এবং পুরো সিআরবি এলাকাটির প্রাকৃতিক পরিবেশ ও সাংস্কৃতিক বলয় হুমকির মুখে পড়বে।

প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না। সিআরবি রক্ষা করতে হবে চট্টগ্রামের স্বার্থে।  

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুনাফালোভী বর্ণচোরা-সুবিধাবাদীরাই সিআরবিতে হাসপাতাল চায়। যেকোনো মূল্যে সিআরবি রক্ষা করা হবে, সিআরবি রক্ষার আন্দোলন পরিবেশ রক্ষার মানবিক আন্দোলন। পরিবেশ রক্ষা হলে মানুষ বাঁচবে। যাদের মানুষের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা নেই, যারা টাকা বানানোর ধান্ধায় থাকেন, তারাই সিআরবিতে হাসপাতাল চায়। যারা সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করতে সেখানে হাসপাতাল নির্মাণের পক্ষ নেবেন, তারা চট্টগ্রামের তথা দেশের শত্রু হিসেবে চিহ্নিত হবেন। যেকোনো মূল্যে সিআরবি রক্ষা করা হবে।  

নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্যসচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাজাহান চৌধুরী, ঋত্বিক নয়ন, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, সাবেক ছাত্রনেতা আরফাতুল রহমান ঝিনুক, তাপস দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।