ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা: চট্টগ্রামে মৃত্যুহীন আরও একদিন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
করোনা: চট্টগ্রামে মৃত্যুহীন আরও একদিন প্রতীকী ছবি।

চট্টগ্রাম: টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে মৃত্যুহীন ছিল চট্টগ্রাম। তবে এদিন নতুন করে ৬৩ জনের শরীরের করোনার সংক্রমণ পাওয়া গেছে।

এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২৩৫ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৭১৮টি।

নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জন মহানগর এলাকা এবং ৩৪ জন উপজেলার বাসিন্দা।  

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ১৪ জন। এছাড়া বাঁশখালী উপজেলায় ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা করে ৬৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।