ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ২

চট্টগ্রাম: মিরসরাইয়ে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র সহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৭।  

শনিবার (১৮ সেপ্টেম্বর) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বাংলানিউজকে এ তথ্য জানান।

 

গ্রেফতারকৃতরা হলেন, মো. মহিউদ্দিন জনি (৩৩) ও শেখ মোহাম্মদ শাকিল (৩২)।

নুরুল আবছার বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে মিরসরাইয়ে অভিযান চালিয়ে  ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে।

এসময় ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।