ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ২০২১-২০২২ সালের বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
প্রিমিয়ার ইউনিভার্সিটির ২০২১-২০২২ সালের বাজেট অনুমোদন প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা।

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা সোমবার (২০ সেপ্টেম্বর)  সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন।

 

উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন।

সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটি কর্তৃক ২০২০-২০২১ সালের সংশোধিত বাজেট অনুমোদিত হয় এবং ২০২১-২০২২ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।

বাজেটে গবেষণার জন্য গত বছরের তুলনায় এই বছর বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়, যা শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা গবেষণার জন্য পাবেন। এছাড়াও বিশেষ বরাদ্দ রয়েছে বই ও আন্তর্জাতিক জার্নালসমূহ ক্রয় করার জন্য।

সভায় অর্থ কমিটির সদস্য হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, সাবেক এমপি মিসেস সাবিহা মুসা, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম মঈনুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন।  

উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার (অ্যাকাউন্টস) রাজিব কুমার বৈদ্য ও শিহাব উদ্দিন কবির প্রমুখ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার সঙ্গে অর্থ কমিটির সদস্য হিসেবে সংযুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল আলম।
 
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।