ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৪৮ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, সেপ্টেম্বর ২২, ২০২১
চট্টগ্রামে ৪৮ জনের করোনা শনাক্ত প্রতীকী ছবি।

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ৭৩ শতাংশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।  

এদিন করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৮৪ জন। এছাড়া নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে ২৮ জন মহানগর এলাকার এবং ২০ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ১ হাজার ৪৩৬ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনার সংক্রমণ কিছুটা নিম্নমুখী। সকলে সচেতন হলে সংক্রমণের হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রামে।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।