ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাদক মামলায় একজনের ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, সেপ্টেম্বর ২২, ২০২১
মাদক মামলায় একজনের ৫ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার মাদক মামলায় একজনকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের পেশকার মো. ওমর ফুয়াদ।  

সাজাপ্রাপ্ত আসামি হলেন, কক্সবাজার জেলার রামু থানার রাজাকুল সিকদার পাড়ার ওবায়দুল হকের ছেলে জাশেদুল হক (৩৮)।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১ মার্চ রাত ৮টার দিকে পাহাড়তলী থানার পশ্চিম নাছিরাবাদ হালিশহর রোড অনিক ক্লাবের সামনের রাস্তা থেকে জাশেদুল হকের প্যান্টের পকেট থেকে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদব্র্য অধিদফতর চট্টগ্রামের গোয়েন্দা শাখা। এ ঘটনায় মাদকদ্রব্য অধিদফতর চট্টগ্রামের গোয়েন্দা শাখার পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন। মামলা নম্বর জিআর ১৮২/১১ ও দায়রা মামলা নম্বর ১৭৩৭/২০১১।  

আদালতের পেশকার মো. ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় জাশেদুল হক নামের এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, অনাদায়ে ১ হাজার টাকা জরিমানা ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে কারাগার থেকে বের হয়ে পলাতক রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।