ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার, পানি কারখানাকে জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১
বিএসটিআই’র লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার, পানি কারখানাকে জরিমানা  পানি কারখানায় অভিযান।

চট্টগ্রাম: বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার করে ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রি করায় এইচকে ফুড অ্যান্ড বেভারেজকে (ঈশা ড্রিংকিং ওয়াটার) জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ এ অভিযানে নেতৃত্ব দেন।

 

বিএসটিআই সূত্রে জানা গেছে, বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ওই কারখানায় উৎপাদিত পানির মোড়কে লোগো বা মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল। তাই বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পক্ষে প্রসিকিউটর ছিলেন ফিল্ড অফিসার (সিএম) মো. শহীদুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।