চট্টগ্রাম: কয়েকদিনের ব্যবধানে নগরের কাঁচাবাজারে সবজির পাশাপাশি বেড়েছে মুরগির দাম।
সোনালি মুরগি প্রতিকেজি ৪০-৫০ টাকা এবং লেয়ার ৩০-৪০ টাকা বেড়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানাদি বেড়ে যাওয়ায় মুরগির চাহিদা বেড়েছে। যার কারণে দামও বেড়ে গেছে।
এদিকে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন কর্তৃক চিনির দাম ৭৩-৭৪ টাকা নির্ধারণ করে দিলেও খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। চকবাজার ও দুই নম্বর গেট কর্ণফুলী কমপ্লেক্সের বিভিন্ন দোকানে খোলা ও প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। তবে দাম কমেছে পেঁয়াজের। চলতি সপ্তাহে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩২-৩৫ টাকায়। এছাড়া অপরিবর্তিত রয়েছে রসুন ও আদার দাম।
রেয়াজউদ্দিন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। শিম বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা, টমেটো ও গাজর ৯০-১০০ টাকায়। এছাড়া বরবটি, বেগুন, কাকরোল, করলা, ধুন্দল, ঢেঁড়স, পটল, ঝিঙ্গা, চিচিঙ্গা, লতি, ছোট কচু, পেঁপে, লাউ ও কুমড়া বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এমআই/এসি/টিসি