ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা, রিমান্ডে ২ আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
হাসনাত-সারজিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা, রিমান্ডে ২ আসামি ...

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িকে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনার মামলায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ শাহজাহান বলেন, নিরাপদ সড়ক আইনে করা মামলায় ড্রাইবার মুজিবুর রহমান ও হেলপার রিফাত মিয়াকে রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশের পাঁচদিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত দুইদিন মঞ্জুর করেন।

আসামিরা সম্পর্কে বাবা-ছেলে।

গত ২৭ নভেম্বর চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত-সারজিতের গাড়িবহরে একটি ট্রাক ধাক্কা দেয়। তবে এই ঘটনায় দুই সমন্বয়ক অক্ষত থাকলেও গাড়িটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরেরদিন এই ঘটনা ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।