ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন পণ্ডিত বিজন কুমার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন পণ্ডিত বিজন কুমার 

চট্টগ্রাম: দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ পণ্ডিত বিজন চৌধুরীর ৮২তম জন্মদিন ও ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ফুলকি চট্টগ্রাম এ কে খান স্মৃতি মিলনায়তনে আনন্দী সঙ্গীত অ্যাকাডেমির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির।

তিনি বলেন, পণ্ডিত বিজন চৌধুরী মার্গীয় সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্বদের মধ্যে অনন্য।

পণ্ডিতজি দেশ বিদেশের বহু পণ্ডিত ও গুনী শিল্পীদের সঙ্গে তবলা সঙ্গত করেছেন। প্রজ্ঞাবান বহুশিল্পীর মধ্যে নিজেকে একজন তবলাশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। দেশে অসংখ্য ছাত্র-ছাত্রী তৈরি করে গেছেন। স্মৃতিচারণ ও সভায় উচ্চাঙ্গসংগীত অনুষ্ঠানের উদ্বোধন করেন পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী।  

তিনি বলেন, পণ্ডিত বিজন কুমার চৌধুরী ছিলেন লয়কারী, লয়ের প্রতি প্রখরতার জন্যই শিল্পীরা উনার সঙ্গে গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণীসম্পদ দফতরের বিভাগীয় পরিচালক ডা. মো. রেয়াজুল হক।  

স্বাগত বক্তব্য দেন অ্যাকাডেমির সাধারণত সম্পাদক সুরজিৎ সেন, ড. অনিমেষ চক্রবর্তী, রাজীব দাশ, দিপেন চৌধুরী। এছাড়া স্মৃতিচারণ করেন অনুষ্ঠান সচিব রাজুদাশ গুপ্ত টিটু, আহ্বায়ক আলমগীর আলম, সভাপতি বিশুতোষ তালুকদার।

দ্বিতীয়পর্বে শুরু হয় উচ্চাঙ্গ সংগীত। আনন্দী সঙ্গীত অ্যাকাডেমির ২৫ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ত্রিতালের তবলা লহড়া পরিবেশিত হয়। পরিচালনায় ছিলেন শিল্পী ও শিক্ষক সুরজিৎ সেন। অনুষ্ঠানে ঝাঁপতালের ওপর একক তবলা লহড়া পরিবেশন করেন শিল্পী সুদেব কুমার দাশ। ঝিঝিট রাগে খেয়াল পরিবেশন করেন শিল্পী রিটন কুমার ধর। সর্বশেষ শিল্পী রণধীর দাশ শুককল্যাণ রাগের ওপর বাঁশি পরিবেশন করেন। তাকে তবলায় সঙ্গত করেন শিল্পী প্রণব ভট্টাচার্য, তানপুরায় সম্পদ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তূর্ণা বড়ুয়া।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।