চট্টগ্রাম: বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারি ইউনিয়ন (বি-২১২৯) এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সাইফুল ইসলাম চৌধুরী সভাপতি ও মুসা আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার ঢাকা জিপিওর সভাকক্ষে কাউন্সিল অধিবেশন শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় কমিটিতে কার্যকরি সহ সভাপতি নির্বাচিত করা হয় ইদ্রিস মজুমদারকে।
সাইফুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জিপিওতে সহকারি পোস্টমাস্টার হিসেবে কর্মরত আছেন। চট্টগ্রাম থেকে এর আগের মেয়াদেও তিনি বৃহৎ এ সংগঠনের কেন্দ্রীয় সভাপাতির দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এমএম/টিসি