ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির পঞ্চম সমাবর্তন ১৪ মে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
চবির পঞ্চম সমাবর্তন ১৪ মে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: দীর্ঘ ৯ বছর পর আগামী ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম সমাবর্তন। এতে অংশগ্রহণের জন্য আগামী ১৫ মার্চ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সমাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে এবং সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক  ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে একটি কোর কমিটি ও ১১টি উপ-কমিটি গঠন করেছে।

জানা গেছে, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনের বিস্তারিত নির্দেশিকা, রেজিস্ট্রেশন ফি, এবং অংশগ্রহণের যোগ্যতার বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সমাবর্তন মে মাসের মাঝামাঝি সময়ে আয়োজনের খসড়া সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি এবং একটি কমিটি গঠন করা হয়েছে।

এর আগে চবির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে, যেখানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবারও সমাবর্তনে রাষ্ট্রপতির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।