চট্টগ্রাম: দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর জামায়াত-শিবিরের তাণ্ডবে চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশের কনস্টেবল তারেক হত্যা মামলায় চার্জ গঠন করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হকের আদালতে এ মামলার চার্জ গঠন করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মামলায় মোট ৯৫ জন আসামি। সোমবার দুপুরে চার্জ গঠনের সময় ৬৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বাংলানিউজকে বলেন, লোহাগাড়া থানার পুলিশ সদস্য তারেক হত্যা মামলায় সোমবার চার্জ গঠন করা হয়েছে। চার্জ গঠনের সময় কিছু আসামিকে বাদ দেওয়ার জন্য আদালতে পিটিশন দিয়েছে আসামি পক্ষ। আদালত সেই বিষয়ে পরে আদেশ দেবেন।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর রায় ঘোষণার পর লোহাগাড়া থানার আমিরাবাদ এলাকায় কনস্টেবল তারেককে কুপিয়ে হত্যা করে জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা। একইসঙ্গে আমিরাবাদ এলাকায় ব্যাংকসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুরসহ ব্যাপক সহিংস তাণ্ডব চালায় জামায়াত-শিবির।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এমআই/টিসি