চট্টগ্রাম: ইস্টার্ন ব্যাংকের ঋণ খেলাপি মামলায় বাগদাদ গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
গ্রেফতারের আদেশের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।
গ্রেফতারি পরোয়ানাভুক্তরা হলেন- বাগদাদ গ্রুপের এমডি ফেরদৌস খান, চেয়ারম্যান মনোয়ারা বেগম, পরিচালক মো. তানভীর খান ও মো. আজাদ খান।
আদালত সূত্রে জানা গেছে, ইস্টার্ন ব্যাংক আগ্রাবাদ শাখা ৯ কোটি ৮৪ লক্ষ ৯৭ হাজার টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় করেন। মামলা নম্বর ২১/১০। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি রায় দেন। পাওয়া টাকা আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালের ২৯ এপ্রিল জারি মামলা করেন। জারি মামলা নম্বর ২৩/১৩।
চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ইস্টার্ন ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে পাওনা আদায়ে বাগদাদ গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৪ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এমআই/টিসি