ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর জন্মদিনে ইডিইউতে বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
প্রধানমন্ত্রীর জন্মদিনে ইডিইউতে বৃক্ষরোপণ ইডিইউ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ।

চট্টগ্রাম: দুইদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ও আন্তর্জাতিকভাবে এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন উদযাপন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সমাপনী দিনে সকাল ১১টায় আয়োজিত হয় বৃক্ষরোপণ অভিযান।

এর আগে ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন ও দু’দিনের অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর অর্জন ও অবদান নিয়ে আলোচনা সভা।
 

সভায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান বলেছেন, দারিদ্র্য দূরীকরণ, বৈশ্বিক সুরক্ষা, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশকে বিশ্বে রোল মডেলে পরিণত করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুকন্যা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অতুলনীয় এবং অনুসরণীয়।

মহান মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের অন্যতম সংগঠক, যুক্তরাজ্যের লিডসে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মু. সিকান্দার খান এ সময় আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের প্রতিফলন আজ বাংলাদেশের সর্বত্র দৃশ্যমান। মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিও বিশ্বমানের শিক্ষা বিস্তার ও ডিজিটাল বাংলাদেশ গড়ার এ অগ্রযাত্রায় শামিল। আমাদের চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী আবদুল্লাহ আল নোমানসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা প্রতিষ্ঠা করেছে এ বিশ্ববিদ্যালয়। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের চেতনা ও সরকারের ভিশন সামনে রেখে এগিয়ে যাচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।

সভাপতির বক্তব্যে ইডিইউর কোষাধ্যক্ষ অধ্যাপক সামস-উদ দোহা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো বাংলাদেশ সারাবিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র হয়ে উঠবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ সে লক্ষ্যেই এগিয়ে চলছে। এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎসহ নানা অর্থনৈতিক সূচকে দেশ এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে।

এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মু. রকিবুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মু. নাজিম উদ্দিন, স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন ও অ্যাসেসিয়েট প্রফেসর মু. শহিদুল ইসলাম চৌধুরী, প্রক্টর মো. আসাদুজ্জামানসহ সকল ফ্যাকাল্টি মেম্বার ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।