চট্টগ্রাম: সন্দ্বীপের মো. মনিরুল আলম হত্যা মামলায় সাবেক মগধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) মাকসুদুর রহমান প্রকাশ শাহিন চেয়ারম্যানসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- মাকসুদুর রহমান প্রকাশ শাহিন চেয়ারম্যান (৫০), জামাল (৪০), আবদুর রহমান প্রকাশ রহমান হুজুর (৪৩), আহসান উল্লাহ প্রকাশ নুুনু (৩৮), আবদুর রহমান (৪৮), আলতাফ হোসেন (২৬), মেহরাজ (২৫), মান্নান (২৮), আশরাফ (২৮), ফারুক (২৭) ও ফুল মিয়া (৪৮)। ১১ জনের মধ্যে আবদুর রহমান ও আশরাফ ছাড়া বাকিরা কারাগারে রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩১ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় মগধার সোয়ালীঘাট জামসেদের চায়ের দোকানে স্থানীয় বিরোধের জের ধরে তৎকালীন ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমানের নেতৃত্বে মো. মনিরুল আলমকে প্রথমে মারধর করা হয়। পরে মাকসুদুর রহমান গুলি চালিয়ে মো. মনিরুল আলমকে হত্যা করে। এ ঘটনায় মো. মনিরুল আলমের ছোট ভাই রবিউল আলম সমীর মেম্বার ২০১৫ সালের ১ আগস্ট সন্দ্বীপ থানায় মামলা করেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বাংলানিউজকে বলেন, মো. মনিরুল আলম হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতে ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমআই/টিসি