ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনায় ৪ জন আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪২, অক্টোবর ১৫, ২০২১
চট্টগ্রামে করোনায় ৪ জন আক্রান্ত প্রতীকী ছবি

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এই দিনও করোনায় কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (১৫ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত হওয়া ৪ জনের মধ্যে ৩ জন নগরে এবং ১ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা।

 

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৭৮ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৮৮১ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ১৯৭জন। এছাড়া মোট মৃত্যু ১ হাজার ৩১৩ জন। এর মধ্যে ৭২০ জন মহানগর এলাকায় এবং ৫৯৩ জন বিভিন্ন উপজেলার এলাকার।  

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।