ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তকারীদের ঠাঁই বীর চট্টলায় হবে না

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তকারীদের ঠাঁই বীর চট্টলায় হবে না চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। 

চট্টগ্রাম: নগর ছাত্রলীগের নেতারা বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তকারীদের ঠাঁই বীর চট্টলায় হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পিত ষড়যন্ত্রে রাতের আঁধারে সনাতনী মণ্ডপে সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে দেশব্যাপী বিভিন্ন জায়গায় নিরীহ মানুষের ঘরবাড়ি উপাসনালয়, দোকান-পাটে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে জামায়াত শিবির বিএনপির সন্ত্রাসীরা।

 

তারা আরও বলেন, এই দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের। উগ্রবাদী জঙ্গি রাষ্ট্র বানানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে শীঘ্রই।

ধর্মপ্রাণ মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামে সকল অপশক্তিকে সমূলে উৎপাটন করার প্রতিজ্ঞা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

জামায়াত-শিবির ও বিএনপির পরিকল্পিত নাশকতার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ শনিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় নগরের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে।  

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এর সঞ্চালনায় মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড় হয়ে কোতোয়ালি মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

সমাবেশে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সহ সভাপতি তালেব আলি, ইয়াছিন আরাফাত কচি, একরামুল হক রাসেল, নাঈম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মন, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, খোরশেদ আলম মানিক, সম্পাদকমণ্ডলীর সদস্য আবু তারেক রনি, হাসানুল আলম সবুজ, আবুল মনসুর টিটু, মিয়া মোহাম্মদ জুলফিকার, শেখ সরফুদ্দিন সৌরভ, কার্যনির্বাহী সদস্য ইমাম উদ্দিন নয়ন, সাজিবুল ইসলাম সজিব, আরাফাত রুবেল, মোহাম্মদ সালাহউদ্দিন, মোহাইমিনুল ইসলাম রাহিম, মোশরাফুল হক চৌধুরী পাভেল, ওয়াহিদুল আলম ওয়াহিদ।

এছাড়াও চকবাজার থানা ছাত্রলীগ সভাপতি জাহেদুল ইসলাম ইরাক, বায়েজিদ থানা ছাত্রলীগ আহ্বায়ক সুলতান মাহমুদ ফয়সাল, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ টিটু, মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবীব সেতু, চান্দগাঁও থানা ছাত্রলীগ সভাপতি নুরুন নবী সাহেদ, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি মো. কাইয়ুম, পাহাড়তলী থানা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রিন্স, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত আরমান, বাকলিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান,  যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন রনি, হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান প্রমুখ সমাবেশে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।