ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগের শান্তি ও সম্প্রীতির মিছিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
যুবলীগের শান্তি ও সম্প্রীতির মিছিল 

চট্টগ্রাম: কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শান্তি ও সম্প্রীতির মিছিল।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে চট্টগ্রাম পুরাতন স্টেশন মাঠ এলাকা থেকে শান্তি ও সম্প্রীতি মিছিল শুরু হয়।

 

পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু ও সঞ্চালনা করেন অধ্যাপক নুরনবী পারভেজ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন, আমরা  একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই।

উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সোনার বাংলাদেশ গড়তে চাই। যে দেশে কোনও অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, মানুষ সুন্দরভাবে বাঁচবে; বর্তমানে যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সেই লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ার জন্য কাজ করে যাচ্ছে।

এসময় আরও বক্তব্য দেন মো. নায়েবুল ইসলাম ফটিক, রঞ্জিত কুমার শীল, সাজ্জাদ হোসেন চৌধুরী পাভেল, মো. লোকমান হোসেন, আবদুল্লাহ আল মামুন, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ আহমেদ বাবলা, জাহিদুল হক মার্শাল, মো. ইকবাল হোসেন, মো. রাশেদ,জাহিদ হোসেন খোকন, মো. ইসমাইল, সালাউদ্দিন বাবর, ইমতিয়াজ সুমন, কাজী মো. আরিফ, মাকসুদুর রহমান জিকু, মো. বেলাল হোছাইন, মো. শাহজাহান বাপ্পি, রবিউল ইসলাম তানিম, আমিনুল ইসলাম, মিজানুর রহমান, মো. সাজিবুল ইসলাম সজিব , যুবায়ের হোসেন অভি, মো. এমরান হোসেন, মো. শরীফ, ফরহাদ আবদুল্লাহ, মো. সালাউদ্দিন বাবর, মো. রমজান আলী, আবু নাছের জুয়েল, মনিরুল হক মনির  নুর ইসলাম রাসেল, মাহমুদুর রহমান বাপ্পি, মো. জুয়েল,আরমান, মনির, রতন কান্তি দাস, আব্দুল মমিন রাজু,আজাদ খান, জয় বাদশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।