ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৩  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৪৬টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের। এইদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে, যিনি উপজেলার বাসিন্দা।

এসময়ে ১৪টি উপজেলায় কারও করোনা শনাক্ত হয়নি।

শুক্রবার (২২ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে  ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

বিআইটিআইডি ল্যাবে ৩৪৬টি নমুনা পরীক্ষা করে ২ জন এবং আরটিআরএল ল্যাবে ৮টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৪৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯২০ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ২২৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৮ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।