ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পরীক্ষা কমিটির বহিষ্কার চেয়ে...

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, অক্টোবর ২৭, ২০২১
পরীক্ষা কমিটির বহিষ্কার চেয়ে... চবিতে ভর্তি পরীক্ষা। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ২০২০-২১ সেশনের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অশোভন আচরণ করায় এক পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।

বুধবার (২৭ অক্টোবর) সকালে পরীক্ষার প্রথম শিফটে কলা ও মানববিদ্যা অনুষদের ৫৩৪ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, পরীক্ষার প্রশ্ন পেতে দেরি হওয়ায় দেওয়ালে ‘পরীক্ষা কমিটির বহিষ্কার চাই’ লিখেন ভর্তি পরীক্ষার্থী মেহেদি হাসান। এমন অশোভন আচরণ করায় পরীক্ষা দিতে পারেননি তিনি।

বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর ড. রবিউল হোসাইন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, পরীক্ষার নিয়ম না জেনে সে অশোভন আচরণ করেছে। আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম পরীক্ষার ওএমআর শিট এবং প্রশ্ন কখন দেওয়া হবে। কিন্তু সে নিয়ম না জেনে প্রশ্ন দেওয়ার সময় হওয়ার আগেই পরীক্ষার হলের দেওয়ালে এসব লিখে অশোভন আচরণ করেছে। পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসি। সে বলছে, সে তার মত প্রকাশ করেছে। তার আচরণ সন্দেহজনক। আমরা তাকে অবজারভেশনে রেখেছি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।