ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিভাসুতে অনুষ্ঠিত হলো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
সিভাসুতে অনুষ্ঠিত হলো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা 

চট্টগ্রাম: দেশের কৃষি এবং কৃষিপ্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হয়েছে। এতে দুই হাজার পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৬৪ জন উপস্থিত ছিলেন ।

 

শনিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু সিভাসু ছাড়াও সারাদেশের আরও ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সিভাসু ক্যাম্পাসে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন সিভাসু’র উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম. নূরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, অধ্যাপক ড. একেএম সাইফুদ্দীন, অধ্যাপক ড. মো: মাসুদুজ্জামান ও প্রফেসর ড. পঙ্কজ চক্রবর্তী।  

শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সিভাসু’র উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ।  

গুচ্ছ পদ্ধতির এই পরীক্ষার জন্য একক মেধা তালিকা প্রকাশ করা হবে।  

সমন্বিত পদ্ধতির এ পরীক্ষায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমআর/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।