ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেলা প্রশাসনের মাসব্যাপী অনুষ্ঠানমালার সূচনা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
জেলা প্রশাসনের মাসব্যাপী অনুষ্ঠানমালার সূচনা  বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান

চট্টগ্রাম: মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শেখ রাসেল চত্বরে অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।

 

মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রখ্যাত নির্মাতা কাওসার চৌধুরী নির্মিত 'বধ্যভূমিতে একদিন' প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

 

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল, চট্টগ্রাম নগর ইউনিট কমান্ড মোজাফফর আহমদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।