ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কালামকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
কালামকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ

চট্টগ্রাম: কোতোয়ালী থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি আবুল কালামকে (২৫) জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এই আদেশ দেন।

 

আবুল কালাম মিয়ানমারের নাগরিক। তিনি কক্সবাজারের টেকনাফ থানার লেদা পাড়ার রোহিঙ্গা শরণার্থী।

তার বাবার নাম হামিদ হোসেন।

আদালতে নাম অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, আবুল কালামকে পালিয়ে যাওয়ার মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল আদালতে। আজ মঙ্গলবার আদালত শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের রিপোর্ট পাঁচ দিনের মধ্যে আদালতে জমা দেওয়ার আদেশ দেন।  

এরআগে রোববার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১ 
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।