ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এইচএসসি: চট্টগ্রামে দুই শিফটে অনুপস্থিত ১৩৯৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
এইচএসসি: চট্টগ্রামে দুই শিফটে অনুপস্থিত ১৩৯৯ ফাইল ছবি

চট্টগ্রাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ১১২টি কেন্দ্রে ৬ষ্ঠ দিনের এইচএসসি পরীক্ষায় সকালের শিফটে ৮৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিকেলের শিফটে ৫৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 

এবারের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষার্থী ছিল। ৬ষ্ঠ দিনে ৭৪ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৩৯৯ জন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রথম শিফটে চট্টগ্রামে (নগরসহ) ৬৮ কেন্দ্রে ২১ হাজার ৪৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২০ হাজার ৯৪৪ জন। অনুপস্থিত ৫৫৪ জন। দ্বিতীয় শিফটে ৩৩ হাজার ৪৬০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩৩ হাজার ১৭ জন। অনুপস্থিত ৪৪৩ জন।  

কক্সবাজারে প্রথম শিফটে ১৮টি পরীক্ষা কেন্দ্রে ৫ হাজার ৬৫০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৫ হাজার ৫২৩ জন এবং অনুপস্থিত ১২৭ জন। দ্বিতীয় শিফটে ৩ হাজার ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৩ হাজার ৩৬৫ জন। অনুপস্থিত ৫২ জন।

রাঙামাটি জেলায় প্রথম শিফটে ১০টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৮৪৭ জনের মধ্যে অংশ নেন ২ হাজার ৭৭৩ জন। অনুপস্থিত ৭৪ জন। দ্বিতীয় শিফটে ১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১ হাজার ২৪ জন। অনুপস্থিত ১১ জন।

খাগড়াছড়ি জেলায় প্রথম শিফটে ৯টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ২৮৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৭৭৩ জন এবং অনুপস্থিত ৬৪ জন। দ্বিতীয় শিফটে ১ হাজার ২৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১ হাজার ২৬১ জন। অনুপস্থিত ২৩ জন।

বান্দরবান জেলায় প্রথম শিফটে ৭টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ২০৩ জনের মধ্যে অংশ নেন ১ হাজার ১৭০ জন এবং অনুপস্থিত ৩৩ জন পরীক্ষার্থী। দ্বিতীয় শিফটে ৭৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭৬৬ জন। অনুপস্থিত ১৮ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, এইচএসসি পরীক্ষার ৬ষ্ঠ দিনে সকালের শিফটে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৮৫২ জন। বিকেলের শিফটে ৫৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।