ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘চতুর্থ শিল্প বিপ্লব: বাংলাদেশের সীমাবদ্ধতা ও সুযোগ’ সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
‘চতুর্থ শিল্প বিপ্লব: বাংলাদেশের সীমাবদ্ধতা ও সুযোগ’ সম্মেলন ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে শুরু হয়েছে দিনব্যাপী ‘চতুর্থ শিল্প বিপ্লব: বাংলাদেশের সীমাবদ্ধতা ও সুযোগ’ শীর্ষক সম্মেলন।

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল এ সম্মেলনের আয়োজন করেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন পর্বে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল ডিজিটাল বাংলাদেশ। এটা বাস্তবায়নে জনগণ ভোট দিয়েছেন।

সরকারের প্রচেষ্টা ও নানা উদ্যোগে বাংলাদেশ ইতিমধ্যে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। ডিজিটাল বাংলাদেশ ও চতুর্থ শিল্প বিপ্লব আমাদের তরুণদের জন্য সুযোগ নিয়ে এসেছে। আমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।  

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সাফা প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন, আইসিএমএবির সভাপতি আবু বকর সিদ্দিক।

আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ আরিফের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবির সাবেক সভাপতি আরিফ খান।

স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ মনোয়ারুল হক।

সম্মেলনে ‘চতুর্থ শিল্প বিপ্লবঃ সীমাবদ্ধতাকে সুযোগে রূপান্তর’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান।  

‘চতুর্থ শিল্প বিপ্লব: ব্যাংকিং সেক্টরের প্রস্তুতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন বিনিয়োগ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা।  

বিভিন্ন পর্বে আলোচনা করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম উদ্দিন, বিডিআরএএলের সিইও ড. সৈয়দ এ মামুন, ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান ইমতিয়াজ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।