ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মদের কারখানায় র‌্যাবের অভিযান, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
মদের কারখানায় র‌্যাবের অভিযান, আটক ২ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক অঞ্চলের ২ নম্বর প্রকল্প এলাকায় একটি চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব।

আটকৃতরা হলেন- বান্দরবানের লামা উপজেলার শরীফুল ইসলাম (২৫) ও খুলনার দাকোপ থানার রিপন (২৭)।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ তৈরির একটি কারখানার সন্ধান পাই।

পরে সেখানে অভিযান চালিয়ে দশ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হলেও কয়েকজন পালিয়ে গেছে। চোলাই মদ তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। আমরা জানতে পেরেছি, প্রতিদিন এখান থেকে দুই-তিন লাখ টাকার চোলাই মদ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১ 
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।