ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পথে পথে বিজয়-গাথা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
পথে পথে বিজয়-গাথা বোধনের 'পথে পথে বিজয়-গাথা’

চট্টগ্রাম: মহান মুক্তিযুদ্ধ মূলত জনযুদ্ধ। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ এ যুদ্ধ করেছিলেন বলেই ৯ মাসে বিজয় অর্জিত হয়েছিল।

মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়িয়েছেন, যুদ্ধ করেছেন। সেই চেতনাকে ধারণ করে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে একটি ট্রাককে ভ্রাম্যমাণ মঞ্চে রূপান্তর  করে 'পথে পথে বিজয়-গাথা’ শিরোনামে মাসব্যাপী আয়োজনের সূচনা করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
 

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে নিউমার্কেট মোড়ে এ আয়োজনের সূচনা করেন বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র। তিনি বলেন, স্বাধীনতার আলোকবর্তিকা জ্বলজ্বলে রাখতে এবং স্বাধীনতার সূর্যোদয়ের শিখা অম্লান, সমুন্নত রাখতে আমাদের সজাগ থাকতে হবে।  

এ সময় স্বাধীনতাযুদ্ধে শহীদদের অকাতরে আত্মদানের গৌরবগাথা এ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ারও আহ্বান জানান তিনি।  

আয়োজনের শুরুতে কথা ও কবিতায় অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। কবি সৈয়দ শামসুল হকের নুরল দিনের সারাজীবন কবিতার নাট্যরূপ তুলে ধরেন নাট্যজন সুচরিত চৌধুরী। আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী। এরপর উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গান পরিবেশন করেন।

নগরের সিআরবি সাতরাস্তার মোড়ে একই মঞ্চে কথামালায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর হোসাইন কবির, জ্যেষ্ঠ সাংবাদিক প্রণব বল ও মিন্টু চৌধুরী।  

বক্তারা বলেন, বোধন আবৃত্তি পরিষদ আজকের এ আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সেই বিভীষিকাময় সময়ে মুক্তিযোদ্ধাদের উজ্জ্বীবিত ও সাহস জোগানোর সময়কে মনে করিয়ে দিয়েছে। এখনো ধর্মান্ধ গোষ্ঠী ও সাম্প্রদায়িক অপশক্তি বাঙালির জাতীয়তাবোধে বার বার আঘাত হানছে। তাদের প্রতিহত করতে আজকের তরুণ প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে।  

এ পর্যায়ে আবৃত্তি করেন ইসমাঈল সোহেল, জসীম উদ্দীন, সেউঁতি মজুমদার, সুনিপুন সেনগুপ্ত। উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহ -সভাপতি সুবর্ণা চৌধুরী, আবৃ্ত্তিশিল্পী বিপ্লব কুমার শীল, মৃন্ময় বিশ্বাস, অনুপম শীল। পরে নগরের সিটি গেট ও চেরাগি পাহাড় মোড়েও ট্রাকে করে গান-কবিতা-কথামালায় অংশ নেন বোধনসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।