ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সুস্থ সমাজ গড়তে মানুষের মানবাধিকার নিশ্চিত করতে হবে: বাবর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
সুস্থ সমাজ গড়তে মানুষের মানবাধিকার নিশ্চিত করতে হবে: বাবর বক্তব্য দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর

চট্টগ্রাম: যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দিন বদলের সনদ বাস্তবায়ন হচ্ছে এ দেশে।

গড়ে উঠছে সোনার বাংলাদেশ। কিন্তু দুর্নীতি, সন্ত্রাস ও মাদক এ দেশের অগ্রগতির পথ বারবার রুদ্ধ করার চেষ্টা করছে।
তাই ভিশন ৪১ বাস্তবায়নে এ তিনটি অপকাণ্ড বাঙালি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা থেকে মুছে ফেলতে হবে। তবেই নিশ্চিত হবে দেশে প্রতিটি নাগরিকের মানবাধিকার। গড়ে উঠবে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। সুস্থ সমাজ গড়তে মানুষের মানবাধিকার নিশ্চিত করতে হবে।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার ইউনিট চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় মানবাধিকার ইউনিট চট্টগ্রামের সভাপতি লোকমান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক কুমুল জ্যোতি চাকমা, সেলিম উদ্দীন, শিব্বির আহম্মদ ওসমানি।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল সালাম, হাসমত খান আতিফ, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, এমইউ সোহেল, নাজিম উদ্দিন, লায়লা সিকদার লিপি, মোহাম্মদ ইমন, মনির, রাজিব, রাকিব, কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা রাকিব চৌধুরী, মোহাম্মদ তানিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।