ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আগ্রাবাদে কলোনিতে আগুন, অসুস্থ হয়ে ১ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
আগ্রাবাদে কলোনিতে আগুন, অসুস্থ হয়ে ১ জনের মৃত্যু প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ এলাকার এসআরবি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের ৬টি গাড়ি সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বাংলানিউজকে বলেন, ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কলোনির বস্তিটিতে আগুনে ২২ জন মালিকের ৩৩টি কাঁচা বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।  তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যাবে।

সদরঘাট থানার ওসি শাহাদাত হোসেন বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তার নাম আবদুল জলিল (৫৪)।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।