ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টার্ন টেবিল থেকে পড়ে গেল নতুন ইঞ্জিন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
টার্ন টেবিল থেকে পড়ে গেল নতুন ইঞ্জিন 

চট্টগ্রাম: কোরিয়ার হুন্দাই কোম্পানি থেকে আমদানিকৃত নতুন ১০টি ইঞ্জিনের মধ্যে ৩০১৪ সিরিয়ালের ইঞ্জিনটি টার্ন টেবিল থেকে অসতর্কতা ও অদক্ষতার কারণে পড়ে গেছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে পাহাড়তলী লোকোশেডের টার্ন টেবিল লাইন থেকে এ ইঞ্জিনটি পড়ে যায়।

আন্ডার রিপেয়ার (মেরামতের অপেক্ষায় থাকা) হয়ে টার্ন টেবিল লাইনে লোকোমোটিভটি (ইঞ্জিন) রাখা ছিল। কোরিয়ান হুন্দাই কোম্পানির কর্মকর্তারা এটার ব্রেক রিলিজ করে কিন্তু অসতর্কতা কারণে চাকার নীচে জ্যাম দিতে ভুলে যায়।

ফলে ডাউন গ্রেড (উপর থেকে নিচের দিকে) হওয়াতে এবং টার্ন টেবিলও আন্ডার রিপেয়ার থাকাতে ঐ অবস্থায় ইঞ্জিনটি পড়ে যায়। ইঞ্জিনগুলো আমদানি করার সময় থেকে ১ বছর হুন্দাই কোম্পানি কর্মকর্তারা এ ইঞ্জিনগুলো দেখাভাল করেন।

চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান বাংলানিউজকে বলেন, টার্ন টেবিল থেকে ইঞ্জিনটি পড়ে গেছে৷ এখন উদ্ধারের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।