ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম: সীতাকুণ্ডে স্ক্র্যাপ লোহার এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লক্ষ ১৭ হাজার টাকা ও ৯ লক্ষ ৩৫ হাজার টাকা পে-অর্ডার লুট করে নিয়েছে ছিনতাইকারীরা।  
মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর) দুপুরে সীথাকুণ্ড উপজেলার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  বার আউলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের স্বীকার ব্যবসায়ী নেছার আহমেদ বাংলানিউজকে বলেন, ভাটিয়ারী থেকে সাত নম্বর বাসে করে বার আউলিয়া এলাকায় ইয়ার্ডে স্ক্র্যাপ লোহা ডেলিভারীর জন্য যাচ্ছিলাম। বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারীরা দুইটি মোটরসাইকেল যোগে দেশীয় অস্ত্রের মুখে নগদ ২ লাখ ১৭ হাজার টাকা ও ৯ লক্ষ ৩৫ হাজার টাকা পে-অর্ডার লুট করে নিয়ে গেছে।

আমি এই ঘটনায় থানায় এসেছি।  

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ব্যবসায়ী থেকে নগদ ২ লাখ ১৭ হাজার টাকা ও ৯ লক্ষ ৩৫ হাজার টাকা পে-অর্ডার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে এক ব্যবসায়ী। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  


বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।