ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

'আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা’ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
'আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা’  বোধনের পরিবেশনা

চট্টগ্রাম: ‘আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের চেতনা’ শিরোনামে প্রতিবছরের মতো এবারো পথ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।  

বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরের চেরাগি চত্বরে (ব্র্যাক ব্যাংকের সামনে) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 
 
অনুষ্ঠানে বক্তব্য প্রদান দেন আমন্ত্রিত অতিথি মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মুক্তিযোদ্ধা পিনাকী দাশ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি অঞ্চল চৌধুরী, বোধন সহ-সভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস এবং বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ।  

একক আবৃত্তি পরিবেশন করেন বোধনের আবৃত্তিশিল্পী নিশি চৌধুরী জুঁই, রীমা দাশ, সেতার রুদ্র ইশিতা, তাহেরা আফিফা, হোসনে আরা নাজু, ঊর্মি চৌধুরী, অর্পণ চক্রবর্তী, কেয়া চক্রবর্তী, শাহিন সুলতানা এবং শিমলা চক্রবর্তী।

আমন্ত্রিত দলের আবৃত্তিশিল্পী তারুণ্যের উচ্ছ্বাস'র সাফা মারওয়া, উচ্চারক'র শামীমা ইয়াসমিন, বৈখরী'র ঐশী পাল, একুশ'র রেনিয়া চৌধুরী এবং চট্টলা'র সুপ্রিয়া চৌধুরী ।  

স্বরচিত কবিতা পাঠ করেন আমন্ত্রিত কবি ঋত্বিক নয়ন, সৈকত দে, রিমঝিম আহমেদ, সুখলাল দাশ, মিনু মিত্র, মোস্তফা মহাম্মদ ইমরান, শিপ্রা দাশ, মনিরুল মনির ও মোহাম্মদ জুবায়ের।  

বোধনের ৫০ শিশুশিল্পীর অংশগ্রহণে বৃন্দ আবৃত্তি সন্দীপন সেন একা'র গ্রন্থনা ও নির্দেশনায় ‘সম্প্রীতির বাংলাদেশ’ ও বড়দের বিভাগের বৃন্দ আবৃত্তি মাইনুল আজম চৌধুরীর গ্রন্থনা ও নির্দেশনায়  ‘পঞ্চাশ বছর ধরে’ পরিবেশিত হয়।  

নাট্যাংশ পাঠ করেন মাইনুদ্দিন কোহেল। রীয়া দাশ চায়নার পরিচালনায় ‘নৃত্য নিকেতন’ সমবেত নৃত্য পরিবেশন করে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।