ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুরাদপুর থেকে বাকলিয়ায় ৩ ঘণ্টার যানজট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
মুরাদপুর থেকে বাকলিয়ায় ৩ ঘণ্টার যানজট ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: রয়েল কোচ বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষের পর নগরের মুরাদপুর থেকে বাকলিয়া থানা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার ওভারপাসের শেষ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

এতে বাসের সম্মুখ অংশ ভেঙে যায়, দুমড়ে মুচড়ে যায় কারটি। এ সময় ৫ জন আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও পরিচয় পাওয়া যায়নি।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কারও নাম-পরিচয় জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।