ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবসে চট্টগ্রাম সেক্টর কমান্ডার্স ফোরামের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বিজয় দিবসে চট্টগ্রাম সেক্টর কমান্ডার্স ফোরামের সভা ফুলেল শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম: বিজয় দিবসে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলে এবং পঞ্চাশ বছরেও আমাদের স্বাধীনতাকে যারা মেনে নিতে পারেনি, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসেও বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত থেমে নেই।

‘তারাই বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙালির জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য অপচেষ্টা চালাচ্ছে।

এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে’।

বৃহস্পতিবার  (১৬ ডিসেম্বর) সকালে লালদীঘি চত্বরে সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরী।

 

প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। চট্টগ্রাম জেলা ও মহানগর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, ফোরকান উদ্দিন, মহানগর যুগ্ম সম্পাদক মো. সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাহেদ মুরাদ শাকু, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, নুরুল হুদা চৌধুরী, ডা.ফজলুল হক সিদ্দিকী, উপাধ্যক্ষ চন্দন দত্ত, কামাল হোসেন রিজভী, মোহাম্মদ কামাল উদ্দিন, দীপন দাশ, মঈনুল আলম খান, নাজিম উদ্দিন, সরোয়ার আলম চৌধুরী  মনি, রাজীব চন্দ, নুরুল হোসেন মাসুদ, ফারজানা আকতার মিলা, সোহেল ইকবাল, ইসমে আজিম আসিফ, শীলা চৌধুরী, উজ্বল দাশ, আবিদ হাসান, ভাষ্কর দেব, আশরাফ খান, এস এম রাফি, অসীম দাশগুপ্ত, ইঞ্জিনিয়ার আঁচল চক্রবর্তী, ডা.কাকলী তালুকদার, মাহিদুল ইসলাম, ইকবাল করিম, শাহাদাত টিপু, অঞ্জন সেন প্রমুখ।  

এসময় জাতির মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।