ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত এমএ আজিজ স্টেডিয়াম 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত এমএ আজিজ স্টেডিয়াম  ...

চট্টগ্রাম: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করাবেন। এ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শপথ বাক্য পাঠ করাবেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের ৪ হাজার জন নির্ধারিত আসনে নির্ধারিত টি-শার্ট, ক্যাপ, জাতীয় পতাকা ও মাস্ক পরিধানপূর্বক অবস্থান করে শপথ নেবেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের স্ব-স্ব বাহিনীর ইউনিফর্মে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান উপস্থিত সবার উদ্দেশে কীভাবে অনুষ্ঠান শুরু হবে তার নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।