ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিপসের লোভ দেখিয়ে শিশুধর্ষণ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
চিপসের লোভ দেখিয়ে শিশুধর্ষণ! শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার মো.কাউসার

চট্টগ্রাম: বায়েজিদ বোস্তামী থানা পুলিশ পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো.কাউসারকে (২২) গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামরুজ্জামান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের স্বীকার শিশুর মা গার্মেন্টসে চাকরি করেন। শিশুর বাবা রাজমিস্ত্রির কাজ করেন।

অভিযুক্ত ব্যক্তি একই কলোনির পাশাপাশি রুমের ভাড়াটিয়া। বুধবার বেলা ১টার দিকে শান্তিনগর ৬ নম্বর রোডের বৌদ্ধ মন্দিরের পাশে খালি জায়গার প্লটে নিয়ে ধর্ষণ করে। শেষে একটি চিপস কিনে দেয়। ধর্ষণের ঘটনা কাউকে বললে শিশুকে হত্যার হুমকি দেন। শিশুকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।  

ওসি মো.কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. কাউসার নামে এক যুবকে আটক করা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  শিশুটির মা থানায় অভিযোগ করেছেন।  

বাংলাদেশ সময়:১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।