ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চেক প্রতারণা মামলায় ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
চেক প্রতারণা মামলায় ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম: চেক প্রতারণার ৩ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি শাকিল আহমেদ তানভীর (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।  

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শাকিল আহমেদ তানভীর নগরের ওআর নিজাম রোডের আবাসিক এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। তিনি নগরের কোতোয়ালী  এলাকায় একটি হোটেল ব্যবসা পরিচালনা করেন।

 

আদালত সূত্রে জানা যায়, আসামি তানভীরের বিরুদ্ধে আদালতে সাত কোটি টাকার অর্থ আত্মসাৎ ও চেক প্রতারণার মামলা রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বাংলানিউজকে বলেন, চেক প্রতারণার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শাকিল আহমেদ তানভীরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক ওয়ারেন্ট রয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।