চট্টগ্রাম: ফটিকছড়ি থানার নানুপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ মো. মীর কাশেম (৪০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭।
শনিবার (১ জানুয়ারি) রাতে এ তথ্য দেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
মীর কাশেম একই থানার পশ্চিম নানুপুর এলাকার মৃত ফজিল আহাম্মদের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে নানুপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ কাশেমকে আটক করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমআই/টিসি