ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
ফটিকছড়িতে বিদেশি পিস্তলসহ যুবক আটক

চট্টগ্রাম: ফটিকছড়ি থানার নানুপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ মো. মীর কাশেম (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (১ জানুয়ারি) রাতে এ তথ্য দেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

 

মীর কাশেম একই থানার পশ্চিম নানুপুর এলাকার মৃত ফজিল আহাম্মদের ছেলে।  

লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বাংলানিউজকে বলেন, শুক্রবার রাতে নানুপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ কাশেমকে আটক করা হয়েছে।

কাশেম চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।  

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।