ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিপ্লব বড়ুয়ার সৌজন্যে ঔষধ সামগ্রী পেল হাসপাতাল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
বিপ্লব বড়ুয়ার সৌজন্যে ঔষধ সামগ্রী পেল হাসপাতাল 

চট্টগ্রাম: লোহাগাড়ার বড়হাতিয়ায় বায়তুশ শরফ শাহ জব্বারিয়া হাসপাতালে ওষুধ সামগ্রী প্রদান করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।

শনিবার (১ জানুয়ারি) সকালে বড়হাতিয়া ইউনিয়নের আখতারাবাদ কুমিরা ঘোনায় বায়তুশ শরফ শাহ জব্বারিয়া হাসপাতালের সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভীর হাতে ওষুধ সামগ্রী হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, বায়তুশ শরফ শাহ জব্বারিয়া হাসপাতালের সিনিয়র সহ-সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস মিয়া, বড়হাতিয়া ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দফতর  সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার আহমেদ মূসা, সোনাকানিয়া ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবু তাহের হাসপাতালের সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন, আহমদ কবির সওদাগর, মাওলানা ইউসুফ আরমানী ও মাওলানা সমশুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।