ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটি উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটি উদ্বোধন ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: ফলক উন্মোচনের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সার্ভিস জেটি উদ্বোধন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় বারিক বিল্ডিং মোড় এলাকায় সার্ভিস জেটি উদ্বোধন করেন তিনি।

এ সময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সদস্য মো. জাফর আলম, সচিব মো. ওমর ফারুকসহ নৌ পরিবহন মন্ত্রণালয় ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

মন্ত্রীকে সার্ভিস জেটি সম্পর্কে ব্রিফ করেন প্রকৌশলী মিজানুর রহমান।

এরপর মন্ত্রী সার্ভিস জেটি কার্যালয়, ভাণ্ডার পরিদর্শন করেন।

নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স অতনু ওহাব এ বারিক জেভির আবদুল ওহাব জানান, ৮৮ কোটি টাকা ব্যয়ে বন্দরের অত্যাধুনিক সার্ভিস জেটি নির্মাণ করা হয়েছে।

এসময় মোনাজাত করেন মাওলানা তৈয়ব আলী মজিদি।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- বন্দরের জন্য ওয়েস্টার্ন মেরিন থেকে কেনা টাগবোট কাণ্ডারী ৬ হস্তান্তর, ওভার ফ্লো ইয়ার্ড ও সুইমিং কমপ্লেক্স উদ্বোধন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।