ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়ি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়ি গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন বাদশা চেয়ারম্যান ঘাটার ছবুর বাপের বাড়ির একটি জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) রাত পৌনে ৯টায় মুছার বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- মো.মুছা (৬০), মো. মোখতিয়ার (৪৫), আবুল বশর (৫২), রাজুউল বেলাল (৪৩) ও মো. নবী (৫২)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, ছবুর বাপের বাড়িতে অভিযানে জুয়া খেলার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তিন থেকে চারজন কৌশলে পালিয়ে যায়। জুয়া খেলায় ব্যুবহৃত ৩ হাজার ৫০ টাকা, ১২০ পিস জুয়ার তাস, পাঁচ প্যাকেট জুয়া খেলার তাস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।