চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন বাদশা চেয়ারম্যান ঘাটার ছবুর বাপের বাড়ির একটি জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ জানুয়ারি) রাত পৌনে ৯টায় মুছার বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো.মুছা (৬০), মো. মোখতিয়ার (৪৫), আবুল বশর (৫২), রাজুউল বেলাল (৪৩) ও মো. নবী (৫২)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, ছবুর বাপের বাড়িতে অভিযানে জুয়া খেলার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এমআই/এসি/টিসি