ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় ইউপি সদস্য প্রার্থীকে মারধরের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
আনোয়ারায় ইউপি সদস্য প্রার্থীকে মারধরের অভিযোগ প্রতীকী ছবি

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবদুল আজিজ নামে এক সদস্য প্রার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত আজিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১ জানুয়ারি) রাতে নির্বাচনী প্রচারণা শেষে আবদুল আজিজ আব্দুস ছালাম কনস্টেবল বাড়ি এলাকার রাস্তায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এবং লাথি, কিল, ঘুষি মারে। এতে তিনি মারাত্মক জখম হন।

একপর্যায়ে তারা তাকে ফকির কবরস্থান এলাকার ফেলে চলে যায়। যাওয়ার সময় নগদ ১ হাজার ৯০০ টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল আলম বাংলানিউজকে বলেন, ৯ নম্বর ওয়ার্ডে মারামারি করেছে। আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের ডেকে বলে দিয়েছি এগুলো না করার জন্য।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।