চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবদুল আজিজ নামে এক সদস্য প্রার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত আজিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১ জানুয়ারি) রাতে নির্বাচনী প্রচারণা শেষে আবদুল আজিজ আব্দুস ছালাম কনস্টেবল বাড়ি এলাকার রাস্তায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এবং লাথি, কিল, ঘুষি মারে। এতে তিনি মারাত্মক জখম হন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল আলম বাংলানিউজকে বলেন, ৯ নম্বর ওয়ার্ডে মারামারি করেছে। আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের ডেকে বলে দিয়েছি এগুলো না করার জন্য।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এমআই/টিসি