ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ম্যারাথনে অংশগ্রহণকারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, জানুয়ারি ৭, ২০২২
ম্যারাথনে অংশগ্রহণকারীর মৃত্যু ...

চট্টগ্রাম: সেইলর চট্টগ্রাম সিটি হাফ ম্যারাথনে অংশগ্রহণকারী এক প্রতিযোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তার নাম টুকু জামিল (৪৬)।

তিনি পটুয়াখালির বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) ভোর ৬টায় নগরের পতেঙ্গা সৈকত থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেন তিনি।

ম্যারাথনে অংশগ্রহণকারী শেখ নাহিদ উদ্দীন বাংলানিউজকে বলেন, সাত শতাধিক প্রতিযোগী ম্যারাথনে অংশগ্রহণ করেন। চৌচালা এলাকা থেকে ইউটার্ন দিয়ে পুনরায় সৈকত এলাকায় ফিরে আসার পর সকাল ৯টার দিকে টুকু জামিল নামের প্রতিযোগী হঠাৎ পড়ে যান। পরে অ্যাম্বুলেন্সে তাকে স্থানীয় নৌ-বাহিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পতেঙ্গা থানার উপপরিদর্শক মো. সেলিম বাংলানিউজকে বলেন, পতেঙ্গায় ম্যারাথন দৌড় শেষে অসুস্থ হয়ে পড়া একজনকে হাসপাতালে আনা হয়েছিল। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নৌ-বাহিনী হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।